শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬   পৌষ ১৯ ১৪৩২   ১৩ রজব ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

মেহেরপুরে শ্বাশুড়িকে  কুপিয়ে হত্যা করেছে জামাই

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

মেহেরপুরের গাংনী উপজেলার করমদী মাঠ পাড়া গ্রামে  রঙ্গিলা খাতুন ( ৪৩) নামের এক জন শ্বাশুড়িকে  কুপিয়ে হত্যা করেছে তার জামাই। আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে এঘটনা ঘটে। 

নিহত রঙ্গিলা করমদী গ্রামের কৃষক শওকত আলীর স্ত্রী। হত্যাকারী জামাই বাদশা মিয়া একই গ্রামের  রবিউল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান,বাদশা  মঙ্গলবার সকালের দিকে তার শ্বশুর বাড়িতে অবস্থান করছিলেন। শ্বশুর বাড়িতে অবস্থান কালে স্ত্রী রিমি খাতুনের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া করেন।

এক পর্যায়ে স্ত্রীর উপর অভিমানে বাদশা তার শ্বশুর বাড়ির পাশে একটি গাছে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন।

এসময় তার শ্বাশুড়ি রঙ্গিলা  আত্মহত্যার কাজে বাধা দিতে যান। বাদশা ক্ষিপ্ত হয়ে তার শ্বাশুড়ি রঙ্গিলা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

 

স্থানীয়রা আরও জানান,বাদশাকে ঠেকাতে গিয়ে তার স্ত্রী রিমি হামলার শিকার হন। এসময় স্থানীয়রা রিমিকে উদ্ধার করে বামুন্দী একটি ক্লিনিকে ভর্তি করেন।

এব্যাপারে  গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে  ঘটনাস্থল  পরিদর্শন করা হয়েছে। হত্যাকারী বাদশাকে গ্রেফতারের  চেষ্টা অব্যাহত রয়েছে।সেই সাথে লাশ উদ্ধার করার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর